২৮ জুলাই, ২০১৭ ২২:১৭

সোশ্যাল মিডিয়ায় ফের হেনস্তার শিকার কাইফ

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ফের হেনস্তার শিকার কাইফ

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় কারো চরিত্র বোঝা আসলেই কঠিন। কখন যে কোন ঘটনায় কে সমালোচনায় বিদ্ধ হন, তা বোঝা দায়। এবার তাই ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করেও অনলাইনে হেনস্তার শিকার হলেন ভারতের সাবেক ক্রিকেটার মহম্মদ কাইফ।

সোশ্যাল মিডিয়ায় কাইফের এই নিগ্রহ অবশ্য এই প্রথমবার নয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় সূর্য নমস্কারের ছবি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কাইফ। এরপর দাবা নিয়েও একইরকম সমস্যার মুখে পড়লেন তিনি।

জানা যায়, ছেলে কাইফের সঙ্গে দাবা খেলার একটি ছবি তিনি পোস্ট করেছিলেন। ক্যাপশন দিয়েছিলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’। আপাতভাবে সে ছবিতে আপত্তিকর কিছুই ছিল না। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই শুরু হয়ে যায় সমালোচনার বন্যা। আনোয়ার শেখ নামে এক ব্যক্তি বলেন লেখেন, দাবা খেলা আসলে হারাম। অপর এক ব্যক্তি লেখেন, ইসলামে দাবা খেলা নিষিদ্ধ। এভাবেই আসতে থাকে একের পর এক মন্তব্য। একের পর এক বিরূপ মন্তব্য দেখে শেষমেশ মেজাজ হারান কাইফ। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর