১৬ আগস্ট, ২০১৭ ১১:১৪

চীনে ফেরার প্রতিশ্রুতিতে তেভেজকে ছুটি দিল সাংহাই

অনলাইন ডেস্ক

চীনে ফেরার প্রতিশ্রুতিতে তেভেজকে ছুটি দিল সাংহাই

ফাইল ছবি

আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজ। বর্তমানে চাইনিজ সুপার লিগের দল সাংহাই শেনহুয়ার হয়ে খেলছেন তিনি। গত ডিসেম্বরে বোকা জুনিয়র্স ছেড়ে শেনহুয়ায় নাম লেখান তেভেজ। তবে এবার তার নতুন ক্লাব থেকে ছুটি নিতে গিয়ে দিতে হয়েছে প্রতিশ্রুতি।

জানা গেছে, ৩০ আগস্টের মধ্যে ফিরে আসবেন, এমন লিখিত প্রতিশ্রুতি দেয়ার পরই এ আর্জেন্টাইনকে ছুটি দিয়েছে সাংহাই শেনহুয়া।

সম্প্রতি খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী স্ট্রাইকার চীনা ক্লাবটি ছাড়তে চান। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার পায়ের ইনজুরির চিকিৎসা করাতে আর্জেন্টিনায় যাওয়ার আবেদন করেন ক্লাবের কাছে। ক্লাবটির শঙ্কা, তিনি চীনে আর নাও ফিরতে পারেন। তাই লিখিত প্রতিশ্রুতি নেয়া হয়েছে এ খেলোয়াড়ের কাছ থেকে।

শেনহুয়ার সঙ্গে দুই বছরের চুক্তি তেভেজের। দ্য সানের মতে, সপ্তাহে ৬ লাখ ৩৪ হাজার পাউন্ড পারিশ্রমিক পান তেভেজ। ১১ ম্যাচ খেলে তিনি করেছেন দুই গোল।

ক্লাবটি উল্লেখ করে, ‘কার্লোস তেভেজের আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচনার পর আমরা তাকে অনুমতি দিয়েছি। তাকে আর্জেন্টিনার ক্লিনিকা হোর্হে বোম্বিসিনোয় চিকিৎসা নেয়ার অনুমতি দেয়া হয়েছে এবং অবশ্যই ৩০ আগস্টের মধ্যে ফিরে দলের অনুশীলনে যোগ দিতে হবে।’ 

বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর