১৬ আগস্ট, ২০১৭ ১৩:০০

ভাঙা চেয়ারে নেইমারের ফুটবল কসরত

অনলাইন ডেস্ক

ভাঙা চেয়ারে নেইমারের ফুটবল কসরত

দাতব্য প্রতিষ্ঠানের হয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। শহরের প্যালেস অব ন্যাশনসের সামনেই আছে ভাঙা চেয়ারের আদরে তৈরি কাঠের একটি স্মারক ভাস্কর্য।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার নেইমার সেই চেয়ারেই ওঠে শুরু করেছেন ফুটবল কসরত। বেসরকারি সংস্থার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালই পুরো আয়োজনটি করেছিল।

ভাঙা চেয়ার হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল না নেইমারের। কারণ তার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেই নেয়া হয়েছিল। দারিদ্র্য, সংঘাত, দুর্যোগপীড়িত মানুষের সাহায্যার্থেই হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের শুভেচ্ছদূত হয়েছেন নেইমার।

ভাঙা চেয়ারের এ ভাস্কর্যটির ডিজাইন করেন ড্যানিয়েল বারসেট। ভাস্কর্যটি নির্মাণ করেন কাঠমিস্ত্রি লুইস জেনেভ। ৩৯ ফুট লম্বা এ ভাস্কর্যটি নির্মাণে সাড়ে পাঁচ টন কাঠ লেগেছিল। 

বিডি প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর