১৬ আগস্ট, ২০১৭ ১৯:০০

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে উপুল থারাঙ্গা

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে উপুল থারাঙ্গা

ফাইল ছবি

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেবেন সিনিয়র ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। আগামী রবিবার ডাম্বুলার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। 

ভারতের কাছে ০-৩ ব্যাবধানে শ্রীলঙ্কার পরাজিত হওয়া সমাপ্ত টেস্ট সিরিজের ছয় ইনিংস মিলিয়ে মোট ৮৬ রান করতে সক্ষম হয়েছেন থারাঙ্গা। তবে গত মাসে জিম্বাবুয়ের কাছে ২-৩ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাঞ্জেলো ম্যাথুজ নেতৃত্ব ছেড়ে দিলে ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়েই সীমিত ওভারের অধিনায়কত্বের অভিষেক ঘটতে যাচ্ছে বাঁ-হাতি ব্যাটসম্যান থারাঙ্গার। ভারত সিরিজে দলে আছেন ম্যাথুজ। এ ছাড়া ফিরেছেন দলের সেরা পেসার লাসিথ মালিঙ্গাও।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে পরিবর্তন আনা হয়েছে আরও দুটি।

ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান প্রদীপ এবং অলরাউন্ডার আসেলা গুনারত্নে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়া তরুণ ফাস্ট বোলার লাহিরু কুমারা ও বাঁ-হাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা।

র‌্যাংকিংয়ে অনেক উপড়ে থাকা ভারতের বিপক্ষে কঠিন এ সিরিজের আগে দেশবাসীর সমর্থন চেয়েছেন নতুন অধিনায়ক থারাঙ্গা। তিনি বলেন, ‘প্রতিটি দলেরই একটা খারাপ সময় আসতে পারে। কোনো দেশ যত বড় ক্রিকেট জাতিই হোক না কেন প্রতিটি দলের বেলায়ই চক্রাকারে এমনটা ঘটে থাকে। দলের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে আমাদের ভক্তদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকবেলা, দানুস্কা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, চামারা কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্দনা, মালিন্দা পুষ্পকুমারা, আকিলা দনঞ্জয়া, লক্ষন সান্দাকান, থিসারা পেরেরা, বানিদু হাসারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, দুশমন্ত চামিরা, ফার্নান্দো।

বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর