১৮ আগস্ট, ২০১৭ ১৮:১৫

ভারত সফরের অভিজ্ঞতা বাংলাদেশে দেখাবেন স্মিথ

অনলাইন ডেস্ক

ভারত সফরের অভিজ্ঞতা বাংলাদেশে দেখাবেন স্মিথ

ফাইল ছবি

ভারতের মাটিতে কোহলি বাহিনীর কাছে টেস্ট সিরিজে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের বিপক্ষে ভারত সফরের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে স্থানীয় সাংবাদিকদের কাছে বাংলাদেশকে নিয়ে যথেস্ট সমীহ প্রকাশ করে সেই কথাই বললেন এই অজি দলনেতা।

স্মিথ জানান, "আমাদের জন্য ভালো হবে যদি সিরিজের আগে আমরা ওখানে কিছু সময় কাটাতে পারি এবং ওই কন্ডিশনে খেলতে পারি। তাহলেই দেখাতে পারব ভারত থেকে আমরা কী শিখেছি।"

স্মিথ আরও বলেন, "দেশের মাটিতে সর্বশেষ ইংল্যন্ডের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা সফরে গিয়েও টেস্ট জিতেছে। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত একটি দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই সিরিজ।" 

ভারত সফরের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই অজি স্কোয়াডে স্পিনারদের স্থান হয়েছে। বাংলাদেশে স্পিন উইকেট পেলে স্পিনারদের দিয়েই ফায়দা লুটতে চান অজি দলনেতা। স্মিথের ভাষায়, "আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমরা এমন উইকেট পেতে যাচ্ছি যা স্পিন করবে। সেই ক্ষেত্রে বলতে দ্বিধা নেই আমরা দুই স্পিনার নিয়ে নামব।"


বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর