১৮ আগস্ট, ২০১৭ ১৯:৩২

বার্সেলোনার ঘটনায় মেসি-রোনালদোর নিন্দা

অনলাইন ডেস্ক

বার্সেলোনার ঘটনায় মেসি-রোনালদোর নিন্দা

ফাইল ছবি

বার্সেলোনার সবচেয়ে বিখ্যাত ও জনবহুল রাস্তা লাস রামব্লাস বুলেভার্ডে বৃহ‌স্পতিবার জনতার ভিড়ের মধ্যে আচমকাই ঢুকে পড়ল একটি জিপ। সেসময় দেশ-‌বিদেশের পর্যটকে ভিড় করেছিল রাস্তাটি। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ২০০৪ সালের পর স্পেনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ জঙ্গিহামালায় নিন্দায় গোটা দুনিয়া সরব। 

পিছিয়ে থাকেননি এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি যে বার্সেলোনাকে নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হবেন সেটাই স্বাভাবিক। ৩০ বর্ষীয় এই আর্জেন্টিনীয় নিজের ইনস্টাগ্রামে একটি সাদা-‌কালো ছবি পোস্ট করেছেন। 

সেই পোস্টে মেসি জানান, ‘‌আমার প্রিয়তম বার্সিলোনার বুকে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হানার শিকার হয়েছেন যারা তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। তবে এমন ঘটনার পরও দমে গেলে চলবে না। লড়াই ছেড়ে গুটিয়ে গেলে চলবে না। আমরা সবাই এমন একটা পৃথিবীর বাসিন্দা হতে চাই যেখানে বিরাজ করবে অপার শান্তি। এমন এক পৃথিবী যেখানে ঘৃনার প্রবেশাধিকার নিষেধ। শ্রদ্ধা ও সহনশীলতার সহাবস্থানই আমাদের সকলের কাম্য।’‌

মেসির মতোই বার্সায় গতকাল ঘটে যাওয়া জঙ্গি হানাকে তীব্র ধিক্কার জানিয়েছেন ফুটবল মাঠে তার সবচেয়ে ক্ষুরধার পেশাদারি শত্রু ক্রিশ্চিয়ানো রোনালদো। টুইটারে ‘‌সি আর সেভেন’‌ লিখেছেন, ‘‌বার্সেলোনা থেকে যে খবর এল তাতে সত্যিই আমি উদ্বিগ্ন। জঙ্গিহামলার শিকার যারা, তাদের পরিবার-‌পরিজনদের প্রতি সমব্যথী।’‌ 

রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চুপ থাকেননি স্পেনের টেনিস মহাতারকা রাফায়েল নাদালও। এই মুহূর্তে আমেরিকার সিনসিনাটিতে মাস্টার্স টুর্নামেন্ট খেলতে ব্যস্ত তিনি। বার্সেলোনার জঙ্গিহামলার খবর পেতেই টুইটারে লিখে দিলেন, ‘‌জঙ্গিহামলার শিকার যারা তাদের পরিবার ও বার্সেলোনা শহরটার প্রতিও অকুন্ঠ সমর্থন রইল।’‌ 


বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর