১৯ আগস্ট, ২০১৭ ১৬:১৭

২৭ বছর পর কুক

অনলাইন ডেস্ক

২৭ বছর পর কুক

বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে দ্বিতীয় দিন ক্যারিয়ারের চতুর্থবারের ডাবল-সেঞ্চুরি তুলে ২৪৩ রানে আউট হন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ১৯৯০ সালের পর ইংল্যান্ডের ওপেনার হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করলেন কুক।

সর্বশেষ ১৯৯০ ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রান করেছিলেন সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। তাই ২৭ বছর পর ইংলিশদের হয়ে এবার ডাবল-সেঞ্চুরি করলেন কুক।

ইংল্যান্ডের ষষ্ঠ ওপেনার হিসেবে ডাবল-সেঞ্চুরির স্বাদও নিলেন কুক। এই তালিকায় অন্য পাঁচজন হলেন- গ্রাহাম গুচ, জিওফ বয়কট, জন এডরিচ, স্যার লিওনার্দ হাটন, এন্ডি স্যান্ডহাম।

২০০৩ সালের পর ইংল্যান্ডের মাটিতে কোন ওপেনারের ডাবল-সেঞ্চুরি এটি। ২০০৩ সালে এই বার্মিংহামেই ইংল্যান্ডের বিপক্ষে ২৭৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর