১৯ আগস্ট, ২০১৭ ২০:৪৬

যে কারণে নাসিরকে নেয়া হলো

অনলাইন ডেস্ক

যে কারণে নাসিরকে নেয়া হলো

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নজরকাড়া ব্যাটিং পারফরম্যান্সের সুবাদেই সেই দলে সুযোগ পেয়েছেন নাসির হোসেন।শনিবার টাইগারদের ঘোষিত দলে চমক বলা যায় নাসিরের অন্তর্ভুক্তি অন্যদিকে সবচেয়ে আলোচিত মুমিনুলের হকের বাদ পড়া। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও হারিয়েছেন জায়গা। নাসির জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালে, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। 

বৃষ্টির কারণে সেই টেস্ট ভেস্তে গেলেও ৪০ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন নাসির হোসেন। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি এই ক্রিকেটারকে।

এরপর থেকেই জাতীয় দলে সুযোগ পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নাসির। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। যার ফলে নির্বাচকদের চোখে পড়তে সক্ষম হোন।

সর্বশেষ ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১২ ইনিংসে নাসির করেছেন ৫৭৫ রান। একটি শতকের পাশাপাশি আছে তিনটি অর্ধশতক। এনসিএলে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরীর দেখা পেয়েছিলেন নাসির। ৩৪৩ বলে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে করেছিলেন ২০১ রান।

নাসির ২০১৬-১৭ সালে জাতীয় লিগের তিন ম্যাচের চার ইনিংসে করেছেন ৩২৮ রান। গড় ১০৯.৩৩। যদিও এবারের বিসিএলে তেমন সুবিধা করতে পারেন নি এই ক্রিকেটার। ৬ ম্যাচের ৮ ইনিংসে ৩০.৮৭ গড়ে করেছেন ২৪৭ রান।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন নাসির। ২৮ ইনিংসে ৩৭.৩৪ গড়ে করেছেন ৯৭১ রান। ছয়টি অর্ধশতকের পাশাপাশি আছে একটি শতক।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাশ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর