শিরোনাম
২০ আগস্ট, ২০১৭ ০৬:৫৩

মেসিকে পেয়ে আমরা ভাগ্যবান: বার্সা কোচ

অনলাইন ডেস্ক

মেসিকে পেয়ে আমরা ভাগ্যবান: বার্সা কোচ

ফাইল ছবি

নেইমারের বিদায়ে ভেঙেছে বার্সার ‘এমএসএন’ ত্রয়ীর জুটি। আর লা লিগার শুরুতেই চোটে পড়া লুইস সুয়ারেসকেও পাচ্ছে না বার্সেলোনা। কোচ এরনেস্তো ভালভেরদে তাই লিওনেল মেসির পাশে থাকতে বাকি শিষ্যদের আহ্বান জানিয়েছেন।

ক্যাম্প ন্যুয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুররুদ্ধারের অভিযান শুরু করবে বার্সেলোনা। এরই মধ্যে চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে স্প্যানিশ সুপার কাপ জেতা হয়নি বার্সেলোনার। 

লিগ শুরুর আগে সুয়ারেসের চোটে পড়াটা দলটির দুর্ভাবনা বাড়িয়েছে আরও। এ কারণেই বাকিদের কাছে কোচের প্রত্যাশাটা বাড়ছে।
“মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা (তাকে পেয়ে) ভাগ্যবান; কিন্তু আমাদের সবাইকে তাকে সাহায্য করতে হবে। তাকে আমাদের স্বাচ্ছন্দ্যে রাখতে হবে যাতে সে নিজের খেলাটা খেলে দলকে আলোকিত করতে পারে। তার চারপাশে দরকার আটসাঁট এক দল সতীর্থ।”

বেতিসের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সুয়ারেসকে না পাওয়াটা বড় ধাক্কা বলেও মেনে নেন ভালভেরদে। “পরিষ্কারভাবে আমি জানি, কিভাবে সুয়ারেসের জায়গাটা পূরণ করব। তাকে না পাওয়াটা বড় ক্ষতির। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি।”

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর