২০ আগস্ট, ২০১৭ ১১:১২

বিপক্ষকে চাপে ফেলতে স্লেজিং জরুরি নয় : ধোনি

অনলাইন ডেস্ক

বিপক্ষকে চাপে ফেলতে স্লেজিং জরুরি নয় : ধোনি

শ্রীলঙ্কায় কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেছিলেন, তার পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনিকে তিনি কখনও স্লেজিং করতে দেখেননি। স্লেজিং না করেও কীভাবে বিপক্ষকে চাপে ফেলা যায়, সেটা ধোনি সহজেই রপ্ত করেছিলেন। 

এবার সেই পদ্ধতির কথা ফাঁস করেছেন ধোনি স্বয়ং। শ্রীলঙ্কা একদিনের সিরিজ খেলতে যাওয়ার আগে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে উঠতি কোচেদের ক্লাস নিয়েছিলেন ধোনি। সেখানেই তিনি বলেছেন, ‘‌গোটা ব্যাপারটা খুব সহজভাবে ভাবতে হবে। ম্যাচের মাঝখানে চাপে পড়তে হতেই পারে, তাঁর সমাধান ঠান্ডা মাথাতেই খুঁজতে হবে। কোনও দলের কাছে স্লেজিংটা অস্ত্র, আবার কেউ কেউ বিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করতে জানে। বিপক্ষকে চাপে ফেলতে গেলে স্লেজিং করতেই হবে, এমনটা আমি মনে করি না।’‌

মাথা ঠান্ডা রাখার জন্যই যে তার নাম ‘‌ক্যাপ্টেন কুল’‌, এটা তো সতীর্থ থেকে শুরু করে আপামর সকলেই জানেন। কিন্তু ধোনি মনে করছেন, ভারতীয়দের মানসিকতায় সমস্যা আছে। অর্থাৎ সরাসরি না বললেও ধোনির মতে, ভারতীয়রা উল্টোদিক থেকে স্লেজিং শুনলে চাপে পড়ে যায়। 

এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘‌ভারতীয় দলে কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতেই হত। যেমন আমরা কখনও নিজেদের দুর্বলতাকে বাইরে প্রকাশ করতাম না। সমস্যা হলেও সেটা কাউকে জানাতাম না। সমস্যা স্বীকার না করলে, কোনওদিন উন্নতি করা যায় না। আমি বরাবর ভেবে এসেছি, নিজের ব্যর্থতা স্বীকার করাটা জরুরি। সেটার জন্য সাহস দরকার।’

 

বিডি প্রতিদিন / ২০ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর