২১ আগস্ট, ২০১৭ ০৯:২৫

দোপার্তিভোকে বিধ্বস্ত করে লিগ শুরু রিয়ালের

অনলাইন ডেস্ক

দোপার্তিভোকে বিধ্বস্ত করে লিগ শুরু রিয়ালের

সংগৃহীত ছবি

লা লিগার সূচনাটা দুর্দান্ত হলো রিয়াল মাদ্রিদের। প্রথম ম্যাচে দোপার্তিভো লা করুনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের দল।

রবিবার রাতে দোপার্তিভোর মাঠে আলোচিত মার্কো আসেনসিওকে নামাননি জিদান। তবে রিয়ালের হয়ে গোল পান গ্যারেথ বেল, কাসামিরো আর টনি ক্রস। প্রসঙ্গত, স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জালে দুই গোল দিয়ে আলোচনায় আসেন মার্কো।

দোপার্তিভোর বিপক্ষে ২০ মিনিটেই গোলকিপারের ভুলে সুযোগ পায় রিয়াল। লুকা মদ্রিচের শট সোজা হাতে গেলেও তা রাখতে পারেননি তিনি। ফাঁকা পোস্ট পেয়ে বল জালে পাঠান বেল। সাত মিনিট পরেই আরেকটি গোল। এবার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে ইস্কোর আর মার্সেলো বল জোগান দেন কাসামিরোকে। বল জালে পাঠাতে কোন ভুল হয়নি তার।

বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে বেলের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। অবশেষে ৩-০ ব্যবধানে জয় পায় রিয়াল। 

উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি রোনালদো। 

বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর