২১ আগস্ট, ২০১৭ ১৩:০০

২০০তম ম্যাচে নিজেকে ফেরাতে ব্যর্থ মালিঙ্গা

অনলাইন ডেস্ক

২০০তম ম্যাচে নিজেকে ফেরাতে ব্যর্থ মালিঙ্গা

কোহলিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটা ছিল লাসিথ মালিঙ্গার ওয়ান ডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এমন একটা দিনে খালি হাতেই সাজঘরে ফিরতে হল মালিঙ্গাকে। ডাম্বুলায় ভারতের বিরদ্ধে বল হাতে ম্যাজিক দেখাতে পারলেন না এক সময়ের ইর্য়কার স্পেশালিস্ট। আট ওভার হাত ঘুরিয়ে খরচ করলেন ৫২ রান। দেশের মাটিতে সিরিজ, তবুও মালিঙ্গার ২০০ তম ওডিআই কীর্তি নিয়ে ডাম্বুলায় কোন জাঁকজমক চোখে পড়ল না।

মাঠে গুটিকয়েক মালিঙ্গা ভক্তদের মধ্যেই যা সামান্য তাপ-উত্তাপ দেখা গেল। পোস্টারে হাতে এসেছিলেন কয়েকজন। তাদের মুখেই মালিঙ্গা মালিঙ্গা ধ্বনি। ম্যাচের শেষে কোন সংবর্ধনা অনুষ্ঠানও হয়নি। পরিস্থিতি দেখে বলাই যায় দ্বীপরাষ্ট্রের সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সের গ্রাফ নিম্মমুখী হতেই কোথাও যেন সমর্থকদের মণিকোঠায় হারিয়ে গিয়েছেন মালিঙ্গা।

ওয়ার্কারগুলোতেও এখন আর সেই ধার নেই। বল হাতে ঝাঁঝটাই যেন বেপাত্তা। তাই উইকেট পেতেই মালিঙ্গার সেই গর্জনটাও কোথাও যেন হারিয়ে গেছে। কাকতালীয়ভাবে সিনিয়র মালিঙ্গার ২০০তম ম্যাচের দিনেই ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল বাঁ-হাতি বিশ্ব ফার্নান্ডোর। ডাম্বুলায় ছবিটা দেখে মনে হল যেন মালিঙ্গা নিজেই দলের পেস বিভাগের ব্যাটনটা নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন।

মালিঙ্গার ২০০তম ম্যাচের সব আলোই কেড়ে নিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ১৩২ রানের ঝকঝকে ইনিংসে ম্যাচ সেরার ট্রফিটাও জিতে নিলেন। তিনশো উইকেটের দোড়গোড়ায় দাঁড়িয়ে দুই উইকেট তুলে ২০০তম ম্যাচ স্মরণীর করার সুযোগ থাকলেও হেলায় হারালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর