২২ আগস্ট, ২০১৭ ১৬:৪৯

কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্মিথ

অনলাইন ডেস্ক

কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্মিথ

ফাইল ছবি

কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া নতুন ‘টি-২০ গ্লোবাল লীগ’ টুর্নামেন্টে বেনোনি জালমির দায়িত্ব নিয়ে কোচিং জীবন শুরু করছেন দেশটির সাবেক এ তারকা ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭ টেস্ট, ১৯৭ ওয়ানডে এবং ৩৩টি টি-২০ খেলেছেন ৩৬ বছর বয়সী স্মিথ।

রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে ফেবারিটদের অন্যতম একজন হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। তবে কোচ নির্বাচক প্যানেল সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ও বর্তমানে ইংল্যান্ড দলের কোচ ওটিস গিবসনের নাম সুপারিশ করেছে। 

কোচ হিসেবে স্মিথের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে আগামী সপ্তাহের খেলোয়াড় নিলাম। আটটি দলের অংশ গ্রহণে নতুন এ টুর্নামেন্টে মোট চার শ’ খেলোয়াড় অংশ নিচ্ছে।

বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর