২২ আগস্ট, ২০১৭ ১৭:০৭

রাজপুতের সঙ্গে চুক্তি বাড়াবে না আফগানিস্তান

অনলাইন ডেস্ক

রাজপুতের সঙ্গে চুক্তি বাড়াবে না আফগানিস্তান

ফাইল ছবি

বর্তমান কোচ ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত বছর পাকিস্তানের ইনজামাম উল হকের কাছ থেকে এক বছরের চুক্তিতে আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন রাজপুত। তবে চলতি আগস্টের পর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসিবি।

এসিবির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তান দলের প্রধান কোচ থাকাকালীন তার সন্তোসজনক পারফরমেন্সের জন্য  রাজপুতকে এসিবি ধন্যবাদ জানাচ্ছে। বোর্ড জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।’

স্কটল্যান্ড সফরে ১-০ ব্যবধানে সিরিজ জয় দিয়ে আফগানিস্তান দলের কোচ হিসেবে যাত্রা শুরু করেন রাজপুত। এরপর আয়ারল্যান্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ সিরিজ ২-২ ব্যাবধানে শেষ করে আফগানরা। এ সময়ের মধ্যে তারা বাংলাদেশ সফরে সিরিজ হারলেও জিম্বাবুয়েকে (এ্যাওয়ে) পরাজিত করে।

গত জুন মাসে টেস্ট মর্যাদা লাভ করে আফগানিস্তান।

বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর