২৩ আগস্ট, ২০১৭ ০০:২১

নিম্নমানের ক্রিকেটীয় সরঞ্জামের কারণে বিরক্ত বিরাটরা

অনলাইন ডেস্ক

নিম্নমানের ক্রিকেটীয় সরঞ্জামের কারণে বিরক্ত বিরাটরা

ফাইল ছবি

বিরাট কোহলি ও তার দল খুশি নয় তাদের অফিসিয়াল কিটের স্পনসর নাইক-এর ওপর। অফিসিয়াল স্পনসর নিম্নমানের ক্রিকেটীয় সরঞ্জাম দেওয়ায় অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা। 

আর এই অসন্তোষ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও জানিয়েছে টিম ইন্ডিয়া। ফলে নড়েচড়ে বসেছে বোর্ড। ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। 

বোর্ডের সিইও রাহুল জহরি জানিয়েছেন, "শেষ সিওএ–এর সভায় নাইকের পোশাক নিয়ে আলোচনা হয়েছিল। সিওএ–এর চেয়ারম্যান বিনোদ রাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন। ভারতীয় দলের ক্রিকেটীয় সরঞ্জাম কখনওই নিম্নমানের হতে পারে না।" 

তিনি আরও বলেন, "আগামী সপ্তাহেই নাইক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।" উল্লেখ্য নাইকের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি রয়েছে বোর্ডের। 


বিডি প্রতিদিন / ২৩ আগস্ট, ২০১৭ / তাফসীর‌‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর