২৩ আগস্ট, ২০১৭ ১২:১৬

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা

নিজস্ব প্রতিবেদক

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে মামলা করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। মামলায় ব্রাজিলীয় এই পিএসজি তারকার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮১ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছে কাতালান জায়ান্টরা।

আগস্টের শুরুতে পিএসজিতে যোগ দেয়ায় সেই অর্থ ফিরিয়ে দেয়ার জন্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা। মাত্র কদিন আগেই ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের রেকর্ড গড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। আর এতেই তার বিরুদ্ধে দলবদলে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে বার্সেলোনা। 

উল্লেখ্য, ২২২ মিলিয়ন ইউরোর যৌক্তিকতা প্রমাণ করে প্যারিস সঁ জারমেইন বা পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন নেইমার। এরপর রবিবার রাতে নতুন ক্লাবের ঘরের মাঠেও জোড়া গোল করে জাদুকরী ফুটবলে দর্শকদের মুগ্ধ করেছেন সাবেক এই বার্সা সুপারস্টার। 

বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর