২৪ আগস্ট, ২০১৭ ১৬:৫৪

পাল্লেকেলেতে জাতীয় সংগীত গাইলো না ভারত-শ্রীলঙ্কা!

অনলাইন ডেস্ক

পাল্লেকেলেতে জাতীয় সংগীত গাইলো না ভারত-শ্রীলঙ্কা!

ফাইল ছবি

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য কোহলি-মালিঙ্গারা টসের পর সরাসরি বাইশ গজের লড়াইয়ে নেমে পড়লেন৷ ডাম্বুলা থেকে পাল্লেকেলে, পাল্টে গেল চিত্র৷ জাতীয় সংগীত গাইলেন না কোন পক্ষই৷

এতটুকু পড়ে ক্রিকেটারদের ভুল ভাববেন না৷ শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার দীনেশ রত্নাসিঙ্গম জানিয়েছেন, ‘সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচেই একমাত্র জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়েছিল৷ কিন্তু সিরিজের বাকি ম্যাচের ভেনুগুলিতে জাতীয় সংগীত পরিবেশনের কোনও ব্যবস্থা রাখা হয়নি৷ ফের টি-টোয়েন্টি সিরিজে, ম্যাচের আগে দুই দেশের ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইবে দেখা যাবে৷’

প্রসঙ্গত লঙ্কা সফরের টেস্ট সিরিজেও এমনটাই দেখা গিয়েছিল৷ গলে প্রথম টেস্টে দুই দেশের ক্রিকেটাররা জাতীয় সংগীত গাইলেও সিরিজের বাকি টেস্টগুলোয় কোন পক্ষকেই লাইন আপ করে জাতীয় সংগীত গাইতে দেখা যায়নি৷

আশ্চর্য নিয়ম নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ টিভির পর্দায় এদিন ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইতে না দেখে অনেকেই চমকে যান৷ এমন কি টুইটে অনেকেই এই নিয়মের নিন্দা করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা জানিয়েছেন, অদ্ভূত নিয়মের কোন মানেই হয় না৷

 

বিডি প্রতিদিন / ২৪ আগস্ট, ২০১৭ / তাফসীর‌‌  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর