২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:২০

ক্যারিবীয় ফুটবল প্রধান ছয় বছরের জন্য নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ক্যারিবীয় ফুটবল প্রধান ছয় বছরের জন্য নিষিদ্ধ

ফাইল ছবি

দুর্নীতির বেশ কয়েকটি ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি গর্ডন ডেরিককে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার এথিকস কমিটি ডেরিকের বিপক্ষে দুর্নীতির প্রমাণ পেয়েছে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপহার দেবার প্রস্তাবের পাশাপাশি উপহার গ্রহণ, অর্থ সংক্রান্ত দুর্নীতি, পদ নিয়ে একচ্ছত্র আধিপত্য ও অসততা- এসবই ডেরিকের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এন্টিগা ও বারবুডার এই সংগঠককে একই অপরাধে ৩০ হাজার সুইস ফ্রাংক জরিমানা করা হয়েছে। 

এর আগে সাবেক দুই সভাপতি দুর্নীতির অভিযোগে বরখাস্ত হবার পরে গত বছর উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়ান অঞ্চল নিয়ে গঠিত কনকাকাফের প্রধান হিসেবে ডেরিককে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু ফিফার পক্ষ থেকে অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরেই কনকাকাফের দায়িত্বের বাইরে ছিলেন তিনি।

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর