২১ সেপ্টেম্বর, ২০১৭ ২২:১৫

প্রস্তুতি ম্যাচে মুশফিক-মুমিনুলের অর্ধশতক

অনলাইন ডেস্ক

প্রস্তুতি ম্যাচে মুশফিক-মুমিনুলের অর্ধশতক

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও ব্যাটসম্যান মুমিনুল হক। 

বেনোনিতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেন তামিম ইকবাল। তবে বাঁহাতি ব্যাটসম্যান বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। পঞ্চম ওভারে মাংসপেশিতে টান লাগায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন।

আরেক ওপেনার সৌম্য সরকার শুরু থেকেই সতর্ক ব্যাটিং করেছেন। তবে নবম ওভারে ওকুলে কেলেকে হাঁকিয়েছেন টানা তিনটি চার। লাঞ্চের আগে আউট হওয়ার অবশ্য পুরো ‘টেস্ট মেজাজে’ খেলেছেন সৌম্য। ১২২ মিনিট উইকেটে থেকে ৬৯ বলে ৮ চারে করেছেন ৪৩। তার আগে ৫১ বলে ৪ চারে ৩৪ রান করে আউট হয়েছেন ইমরুল কায়েস।

লাঞ্চের পর মুমিনুলকে নিয়ে জুটি বাঁধেন মুশফিক। একটু আগে-পরে দুজনই তুলে নেন ফিফটি। দুজনের শতরানের জুটিতে ৪৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ফেলেছিল ২০৯ রান। কিন্তু এরপরই হঠাৎ পথ হারায় বাংলাদেশ। ১৩ বলের মধ্যে হারায় ৪ উইকেট!

৭৩ বলে ৯ চারে মুমিনুল করেছেন ৬৮। মাহমুদউল্লাহ আউট হয়েছেন মুখোমুখি প্রথম বলেই! এক ওভার পর ৪ বলের মধ্যে ফিরেছেন মুশফিক ও লিটন দাস। ৮ চারে মুশফিক করেছেন ৬৩। ২ বল খেলা লিটন মেরেছেন ডাক। ২ উইকেটে ২১১ থেকে বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ২২০!   

বিডিপ্রিতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর