২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০৪

মুশফিক-মুমিনুলের পর সাব্বিরের হাফ সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

মুশফিক-মুমিনুলের পর সাব্বিরের হাফ সেঞ্চুরি

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমান। এর আগে মুশফিক-মুমিনুলও হাফ সেঞ্চুরির দেখা পান। 

তাদের তিন জনের অর্ধশতকের উপর ভর করে ৭ উইকেটে ৩০৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে মুশফিক বাহিনী।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নামে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশ। ৫.৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২১ রান তুলে দিন শেষ করেছে তারা। বাংলাদেশের চেয়ে এখনো তারা ২৮৫ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন ইয়াসিন ভালি (৯)। ১২ রান করে রান আউটে কাটা পড়েছেন ইসাক ডিকগালি। 

তার আগে, বাংলাদেশ সময় দুপুরে টস জিতে ব্যাট করতে নামার কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস। তারা দুজন দলীয় স্কোরকে ৮৪ রান পর্যন্ত টেনে নেন। এরপর ইমরুল কায়েস ৩৪ রান করে আউট হন। দলীয় ৯২ রানের মাথায় সৌম্য সরকারও ফিরে যান। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৩টি রান। 

এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মুশফিক ও মুমিনুল। তারা দুজন ১১৯ রানের জুটি গড়েন। এরপর দলীয় ২১১ রানে আউট হন মুমিনুল হক। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। যেখানে ৯টি চারের মার ছিল। এরপর দ্রুত চারটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ২১১ রান করা বাংলাদেশ মুহূর্তেই ৬ উইকেটে ২২০ হয়ে যায়। সেখান থেকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ দলীয় স্কোরকে টেনে নেন ২৭২ রান পর্যন্ত। এরপর ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন মিরাজ। এরপর ইনিংস ঘোষণার আগ পর্যন্ত তাসকিন আহমেদকে নিয়ে ক্রিজে থাকেন সাব্বির রহমান। 

বল হাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাদশের মাইকেল কোহেন একাই ৪টি উইকেট নিয়েছেন।

বিডিপ্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর