২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪১

ভারতে খাবারের কষ্টে স্মিথ-ওয়ার্নাররা!

অনলাইন ডেস্ক

ভারতে খাবারের কষ্টে স্মিথ-ওয়ার্নাররা!

সংগৃহীত ছবি

কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে স্মিথ বাহিনী। এ নিয়ে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাচ হারার স্বাদের সঙ্গে যুক্ত হয়েছে খাবারের কষ্টের কথাও। সব কিছু মিলিয়ে বেশ খারাপ সময়ে খাবারটাও ভালো জুটছে না অজি ক্রিকেটারদের।  

দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। বুধবার অনুশীলনের আগে দুপুরের মেন্যুতে গ্রিল চিকেনের অর্ডার করেছিল অস্ট্রেলিয়া। তবে তাদের যে গ্রিল চিকেন অর্ডার করা হয়েছে তা মুখে রুচেনি স্মিথদের।

দলের অনেকের কাছেই মনে হয়েছে, সঠিক তাপমাত্রায় রান্না করা হয়নি। সাধারণত গ্রিল চিকেন রান্না হওয়া চাই ৭৩ ডিগ্রি সেলসিয়াসে।

পরে এ বিষয়ে অভিযোগ করেন অজি ক্রিকেটাররা। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, বাবুর্চিকে এ ব্যাপারে কড়া সতর্কবার্তাও দেয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর