২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪৭

কোহলিদের রুখতে অন্তর্বাসেও ‘চালাকি’ অজিদের!

অনলাইন ডেস্ক

কোহলিদের রুখতে অন্তর্বাসেও ‘চালাকি’ অজিদের!

সংগৃহীত ছবি

ক্রিকেটের সঙ্গে প্রযুক্তি মেশানোয় পারদর্শী অস্ট্রেলিয়া। ফের তার প্রমাণ রাখলেন তারা। চলতি ভারত সফরে অস্ট্রেলিয়ানরা জার্সির নিচে জিপিএস ট্র্যাকিং গেঞ্জি পরে মাঠে নামছে। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে দেখা গেছে এই পোশাক পরিহিত অবস্থায়।

ইডেনে বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন বিশেষ প্রকার এই গেঞ্জি পরেই মাঠ মাতালেন রিচার্ডসন, কুইল্টার নাইলরা। ১২ তম ওভারের কথাই ধরা যাক। বল করছিলেন কেন রিচার্ডসন। বল করার সময়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা জুম করল রিচার্ডসনের পিছনে।

শিরদাঁড়ায় পিছনের ভারী বস্তুর উপস্থিতি সহজেই ধরা পড়ল ক্যামেরায়। সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন স্বয়ং মাইকেল ক্লার্ক। তিনিই ধারাভাষ্যের মাঝে বোঝালেন, কীভাবে এই বিশেষ গেঞ্জির মাধ্যমে অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ ও কন্ডিশনিং। উপমহাদেশের আর্দ্র ও গরমের পরিবেশে কোন ক্রিকেটারের ফিটনেসের মাত্রা কেমন থাকে, তা সহজেই নির্ণয় করতে পারবেন কোচ। উল্লেখ্য চট্টগ্রাম টেস্টেও পিটার হ্যান্ডসকম্বকেও ঘামে ভিজে যাওয়া অবস্থায় দেখা গিয়েছিল গেঞ্জি ঠিক করতে। 


বিডি প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর