Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০১৭ ০৩:৩৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৭ ০৪:২১
আর্সেনাল ছাড়ছেন ওজিল-সানচেজ!
অনলাইন ডেস্ক
আর্সেনাল ছাড়ছেন ওজিল-সানচেজ!
bd-pratidin

আর্সেনাল সমর্থকদের জন্য দুঃসংবাদ। আগামী জানুয়ারির দলবদলে মেসুত ওজিল ও অ্যালেক্সিস সানচেজ দু'জনকেই ছেড়ে দিতে পারে গানাররা। এ বছরই আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হবে দুই তারকা ফুটবলারের। দু'জনেরই দলবদলের জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো।

তবে, কদিন আগে চিলিয়ান তারকা সানচেজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজিতে যাবার কোনো সম্ভাবনা নেই তার।

এদিকে, জার্মান ফরোয়ার্ড ওজিলকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনইটেড ও বার্সেলোনার মতো ক্লাবগুলো।

তবে, তার এজেন্ট জানান, এমিরেটসেই ভালো আছেন ওজিল। তবে, আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলছেন ভিন্ন কথা। দুই তারকার চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নন তিনি।

বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow