১৮ অক্টোবর, ২০১৭ ০৪:৫০

ইমরান খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান মডেলকে যৌন হেনস্থার অভিযোগ!

অনলাইন ডেস্ক

ইমরান খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান মডেলকে যৌন হেনস্থার অভিযোগ!

ফাইল ছবি

সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং পাকিস্তানের তেহেরেক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ান মডেল লারা বিঙ্গল। তবে জানা গিয়েছে, এই অভিযোগ একেবারেই মিথ্যে। কারণ লারা বিঙ্গলের একটি ফেক টুইটার হ্যান্ডেল থেকে ইমরানের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর লারার এই ফেক টুইটার হ্যান্ডেলের দাবি অনুযায়ী, ২০১৩ সালে জুন মাসে লন্ডনের একটি পার্টিতে ইমরান খান তাকে যৌন হেনস্থা করেন। সেই সঙ্গে টুইটার পোস্টে লেখা ছিল, ‘‘আমি খুশি যে আমার আর ওর সঙ্গে দেখা হয়নি। নারীদের এই ধরনের পুরুষদের থেকে অনেক দূরে থাকা উচিত।’’ 

অন্য দিকে, খতিয়ে দেখা যায় যে, এই টুইটার হ্যান্ডেলটি আদৌ লারা বিঙ্গলের নয়। লারা বিঙ্গলের নিজের অফিশিয়াল একটি টুইটার হ্যান্ডেল রয়েছে। আসল অ্যাকাউন্ট ‘লারা ওয়ারথিংটন’ নামে রয়েছেন। ফেক অ্যাকাউন্টটি থেকে এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই, ইমরানের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ শুরু করে। কেউ কেউ দাবি করেন পাকিস্তানের শাসক দলের ষড়যন্ত্রে এই কাণ্ড ঘটানো হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর