১৮ অক্টোবর, ২০১৭ ১৫:১৭

বোলিংটাই ভুলে গেছে মাশরাফিরা!

অনলাইন ডেস্ক

বোলিংটাই ভুলে গেছে মাশরাফিরা!

ফাইল ছবি

কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের লজ্জাজনক হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল মাশরাফিদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার পার্লে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কাঙ্খিত সেই উইকেট নামক হরিণটির দেখা এখনো এনে দিতে পারেন নি সাকিব-তাসকিনরা।

বোলিংটাই যেন ভুলে গেছে বাংলাদেশ। আমলা আর ডি-ককের ব্যাটিং প্রদর্শনীর কাছে নাস্তানাবুদ হচ্ছেন মাশরাফি বাহিনী। আজও উদ্বোধনী জুটিতে এখনো অবিচ্ছিন্ন আমলা-কক। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ব্যাট থেকে ৯৬ বলে এসেছে ৮২ রান। আমলা অপরাজিত ৩৫ আর ডি-কক ৪১ রানে। আর রুবেল-নাসিরাও একটি ব্রেক থ্রো আনতে পারছেন না। দর্শকের মতো শুধু ব্যাটিংটা দেখতে হচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা এ ম্যাচেও বড় স্কোর সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর