১৮ অক্টোবর, ২০১৭ ১৫:৫৭

যুবরাজের পরিবারকে আদালতের নোটিশ

অনলাইন ডেস্ক

যুবরাজের পরিবারকে আদালতের নোটিশ

ফাইল ছবি

গৃহবধূ নির্যাতনের মামলায় ক্রিকেটার যুবরাজ সিংয়ের পরিবারকে নোটিশ পাঠালো আদালত।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ক্রিকেটার যুবরাজ সহ পরিবারের আরও দুই সদস্যের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ এনেছেন যুবরাজের বৌদি আকাঙ্খা সিং। অভিযোগের ভিত্তিতে যুবি ছাড়াও তাঁর মা সাবনাম সিং ও যুবরাজের দাদা জোরাভার সিংকে চিঠি পাঠিয়েছে আদালত। 

চলতি মাসের ২১ তারিখের মধ্যে আলাদতের নোটিশের জবাব দিতে হবে যুবরাজের পরিবারকে। তবে যুবরাজের পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগকারিণী আকাঙ্খা সংবাদ মাধ্যমকে এড়িয়ে চললেও তাঁর আইনজীবী স্বাতী জানিয়েছেন, ‘যুবরাজ, জোরভার ও সাবনাম তিনজনের বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।’

পুত্রবধূ আকাঙ্খার পক্ষের আইনজীবী আরও জানিয়েছেন দীর্ঘদিন ধরেই  মানষিক চাপ তৈরি করেছিল যুবরাজের পরিবার। সেক্ষেত্রে সবকিছু জেনেও প্রতিবাদ করেনি যুবরাজ।

উল্লেখ্য কয়েক দিন আগেই যুবরাজের মা  সাবনাম,পুত্রবধূ আকাঙ্খার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর