১৮ অক্টোবর, ২০১৭ ২১:২৫

কোহলিকে পেছনে ফেললেন স্মিথ

অনলাইন ডেস্ক

কোহলিকে পেছনে ফেললেন স্মিথ

ফাইল ছবি

বিশ্ব ক্রিকেটে অধিনায়কদের মধ্যে বছরে সর্বোচ্চ বেতন পান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিভেন স্মিথ। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও পেছনে ফেলেছেন তিনি। টেস্ট র‌্যাংকিং দশম দল জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারের চাইতে ২০ গুণ বেশি বেতন পান স্মিথ। 

স্মিথ বছরে বেতন পান ১ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। সেখানে ভারতের দলপতি কোহলির বেতন বছরে ১ মিলিয়ন ডলার। স্মিথ-কোহলির যেখানে কাড়ি কাড়ি টাকা বেতন পান সেখানে ক্রেমার পাচ্ছেন ৮৬ হাজার ডলার। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতন ছাড়াও ব্যান্ড অ্যাম্বাসেডর ও আইপিএল থেকে পাওয়া অর্থের কারণে বর্তমানে সবচেয়ে ধনী ক্রিকেটার কোহলি।

ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত একটি বিশদ গবেষণায় দেখা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড সকল ফরম্যাটের জন্য সর্বোচ্চ অর্থ প্রদান করে থাকে। 

রিপোর্টে বলা হয়, ‘টেস্ট ক্রিকেটে বিশ্বে সবচেয়ে বেশি ২৩ হাজার ৩৮০ ডলার ম্যাচ ফি পেয়ে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। তবে দেশের মাটিতে প্রায় দ্বিগুণ ম্যাচ ফি পেয়ে থাকে অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া দেশের মাটিতে ও বিদেশের মাটির জন্য ভিন্ন ফি পেয়ে থাকে)।

রিপোর্টে আরও বলা হয়, ‘এই ম্যাচ ফি শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের উপর ভিত্তি করে। এগুলোর সাথে টি-২০ লিগ, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট অথবা অন্য কিছুর সঙ্গে যুক্ত নয়।’

কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন ভারতের রবি শাস্ত্রী। বছরে ১ দশমিক ১৭ মিলিয়ন বেতন পেয়ে থাকেন তিনি। ওই রিপোর্ট বলে, ‘ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের চেয়ে কিছু কম বেতন পান শাস্ত্রি। 

বাংলাদেশ-জিম্বাবুয়ের নিজেদের খেলোয়াড়দের এতবেশি বেতন দেয়ার মত অবস্থায় নেই। তবে মজার ব্যাপার হলো- বাংলাদেশের কোচ শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। 

ওই রিপোর্ট আর বলে, ‘পাকিস্তান তাদের খেলোয়াড়দের চেয়ে তিনগুণ বেশি বেতন প্রদান করে থাকে দলের কোচকে।’
শাস্ত্রীই একমাত্র আন্তর্জাতিক কোচ, যার বেতন ১ মিলিয়ন ডলারের বেশি। 

এরপরই আছেন অস্ট্রেলিয়ার ড্যারেন লেহম্যান। শাস্ত্রীর বেতনের অর্ধেকের কিছুটা বেশি পেয়ে থাকেন লেহম্যান। শূন্য দশমিক ৫৫ মিলিয়ন ডলার পান তিনি। লেহম্যানের চেয়ে সামান্য কম, অর্থাৎ শূন্য দশমিক ৫২ মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। 

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর