১৯ অক্টোবর, ২০১৭ ১৬:০৭

মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ-প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ-প্রেসিডেন্ট

ফাইল ছবি

মেসিকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভারদে ও ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। ১৩ বছরের ইউরোপীয় ক্যারিয়ারে মেসি তার শততম গোল করায় তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা। 

মেসি যেন আরও ১০০ গোল এই মৌসুমেই যেন পেয়ে যান সেই আশাই করেন বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভারদে। আর ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ জানিয়েছেন, সম্ভব হলে সব পুরস্কারই মেসির হাতে তুলে দেবেন।

চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা আয়োজিত অন্যান্য আসর মিলিয়ে এখন পর্যন্ত ১২২ ম্যাচে ১০০ গোল করেন মেসি। ১৪৮ ম্যাচে ১১০ গোল নিয়ে তালিকাটির শীর্ষে মেসিরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোকে (১১০) ছাড়িয়ে যেতে অবশ্য আরও কিছু সময় লাগবে মেসির, কিন্তু একটা দিক দিয়ে রোনালদোকে ছাড়িয়েছেন তিনি। উয়েফা প্রতিযোগিতায় মেসির ১০০তম গোল হচ্ছে দ্রুততম সময়ে রোনালদো ১০০ গোলের মাইলফলক ছুঁতে খেলেছিলেন ১৪৩ ম্যাচ। মেসি ২১টা ম্যাচ কম খেলেই এই মাইলফলকের স্বাদ নেন। ইউরোপীয় প্রতিযোগিতায় শুধু এই দুজনই ১০০ বা তার বেশি গোল করেছেন।

মেসির প্রসঙ্গে বলতে গিয়ে কোচ ভালভারদে বলেছেন, ‘আমি চাই সে এই মৌসুমে ২০০ গোল করুক... আমরা প্রতি অনুশীলনে যা দেখি, মেসি সংখ্যায় সেটিই প্রকাশ করে চলেছে।’

ক্লাব বার্সেলোনা ও আর্জেন্টিনার জাতীয় দল মিলিয়ে ৫০ গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন মেসি। গত ৮ বছরের মধ্যে মেসি এই কীর্তি গড়লেন সপ্তমবারের মতো। ২০১০ সাল থেকে শুরু করে একমাত্র ২০১৩ সালেই বছরে ৫০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি তিনি। আর্জেন্টাইন সেবার করেছিলেন ৪৬ গোল। এবার ৫১ ম্যাচেই করে ফেললেন ৫০ গোল।

অলিম্পিয়াকোসের বিপক্ষে মেসি বার্সাকে জেতানোর পর তাই ক্লাব প্রেসিডেন্টের কাছে পেলেন প্রশংসা। ক্লাব প্রেসিডেন্ট বার্তেমেউ বলেছেন, ‘বিশ্ব ফুটবলের সব পুরস্কার আমি যদি তাকে দিতে পারতাম। আমি তো তাকে ফুটবলের সকল পুরস্কারই দিতে চাই। কেউই তার মানের নয়। সে একটি নতুন যুগের সৃষ্টি করেছে; আর এখনো এখনও দুর্দান্ত ফর্মে আছে।’

বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর