২০ অক্টোবর, ২০১৭ ১১:৫৪

চার বছর পর বিশ্বসেরা হবে নেইমার: পাওলিনহো

অনলাইন ডেস্ক

চার বছর পর বিশ্বসেরা হবে নেইমার: পাওলিনহো

নেইমার আর মেসির মধ্যে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নেইমারের বার্সেলোনা ছাড়ার পর এই দুই তারকার ফুটবলারের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইটা যেন আরও বৃদ্ধি পেয়েছে। আর তারই জের ধরে এবার মুখ খুললেন পাওলিনহো। মেসি ও নেইমার দু'জনকেই বেশ ভালোভাবে চেনেন তিনি। ব্রাজিলের আক্রমণভাগের এই তারকা ফুটবলার জানালেন, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মেসি। তবে, চার বছর পর বিশ্বসেরা হবেন নেইমার।

চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে পাওলিনহো বলেন, জাতীয় দলে আমি নেইমারের সঙ্গে খেলেছি। আর বার্সেলোনায় খেলছি মেসির সঙ্গে। তারা দু'জনেই এই সময়ের সেরা। তবে মেসিই এই মুহূর্তে বিশ্বসেরা। চার বছর পর নেইমার হয়তো মেসির অবস্থানে যেতে পারবে।

এসময় পাওলিনহো আরও বলেন, ‘তাদের দু'জনের সঙ্গে খেলাটাই দারুণ। তাঁরা নিজেদের দায়িত্বের চেয়ে অনেক বেশি খেলে থাকে যেটার সুফল দল পায়। বর্তমান সময়ে তাঁদের চেয়ে সেরা আর কেউ নয়। তবে মেসি বিশ্বসেরা। একদিন নেইমারও সেরা হবে। হয়তো দু-তিন বছরের মধ্যেই।’

বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর