২০ অক্টোবর, ২০১৭ ১৭:৩৪

পুতিনের আমন্ত্রণে বিশ্বকাপ দেখতে যাবেন ব্লাটার

অনলাইন ডেস্ক

পুতিনের আমন্ত্রণে বিশ্বকাপ দেখতে যাবেন ব্লাটার

ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী বছর বিশ্বকাপ ফুটবল দেখতে রাশিয়া সফর করবেন ফিফার ক্ষমতাচ্যুত সাবেক সভাপতি সেপ ব্লাটার। ফুটবল থেকে নিষিদ্ধ এই সংগঠক বার্তা সংস্থা এএফপি’কে বিষয়টি জানিয়েছেন। 

এএফপি’কে দেয়া সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী ব্লাটার বলেন, ‘আমি রাশিয়া বিশ্বকাপ দেখতে যাবো। প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে আমি একটি আমন্ত্রণপত্র পেয়েছি।’

দুর্নীতির অভিযোগে ফুটবল থেকে নিষিদ্ধ সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও টুর্নামেন্ট উপলক্ষে অনুরূপ একটি আমন্ত্রণপত্র পেয়েছেন বলে জানান ব্লাটার। 

তবে তার এক সময়ের ঘনিষ্ট সহচর প্লাতিনি ‘বিশ্বকাপে যাবার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে এ ধরনের কোনো আমন্ত্রণপত্র পাননি বলে জানিয়েছেন। এমনকি আগামী গ্রীষ্মে তিনি কি করবেন তাও জানা নেই।’

দীর্ঘ ১৭ বছর ফিফার শীর্ষ পদে অবস্থান করা ব্লাটারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে পদচ্যুত করা হয়। উয়েফা প্রধান প্লাতিনিকে অনৈতিকভাবে ২১ লাখ মার্কিন ডলার দেয়ার অপরাধে ফিফার ইথিকহ কমিটি ব্লাটারকে ছয় বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে।

তবে বিশ্বকাপ ফুটবল মিস করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন ব্লাটার। ১৯৭০ সাল থেকে ফিফার সঙ্গে কাজ করার পর থেকে তিনি এই টুর্নামেন্ট একবারের জন্যও বাদ দেননি। যেটি এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। 

জুরিখে বসেই দেয়া সাক্ষাৎকারে ব্লাটার আরও বলেন, ‘আমি জানি না কতদূর যেতে পারব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব, নাকি সমাপনী অনুষ্ঠানে। কারণ আমি ফুটবল নিয়ে কাজ করতে পারবো না। আমার কোনো দায়িত্ব নেই। হয়তো আমি সংক্ষিপ্ত একটি সফর করব।’

ফিফায় অব্যবস্থাপনা এবং প্লাতিনিকে অবৈধভাবে টাকা দেয়ার অভিযোগে সুইস তদন্তকারীদেরও টার্গেট ব্লাটার। তিনি বলেন, ‘আমি নিশ্চিত ২০১৮ বিশ্বকাপ হবে অসাধারণ। রাশিয়া প্রমাণ করবে যে তারা বিশ্ববাসীকে আমন্ত্রণ জানাতে পারে। এটি একটি বিশাল চ্যালেঞ্জ।’

এখন নিষিদ্ধ থাকা ব্লাটারের এই উপস্থিতি ফিফা কিভাবে নিচ্ছে তাৎক্ষণিকভাবে সেটি জানা সম্ভব হয়নি। তবে চার বছরের জন্য নিষিদ্ধ প্লাতিনি ২০১৬ ইউরো টুর্নামেন্টে খেলা দেখার অনুমতি পেয়েছিলেন। কিন্তু তিনি কোন দাপ্তরিক কাজে জড়িত ছিলেন না।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর