২০ অক্টোবর, ২০১৭ ১৯:২৯

অন্য দেশের হয়ে খেলবেন শ্রীশান্ত

অনলাইন ডেস্ক

অন্য দেশের হয়ে খেলবেন শ্রীশান্ত

চলতি সপ্তাহেই আদালতে ধাক্কা খেয়েছেন। কয়েক মাস আগেই তার উপর বিসিসিআই-এর নির্বাসন তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিসিসিআই ডিভিশন বেঞ্চে আপিল করলে, ফের নির্বাসন বহালের নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট। এমতাবস্থায় দেশ ছাড়ার কথা ভাবছেন এস শ্রীশান্ত। তবে ক্রিকেটার হিসেবে।

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে অন্য দেশের হয়েও ক্রিকেট খেলতে পারেন তিনি। সম্প্রতি এশিয়ানেট চ্যানেলে এক সাক্ষাৎকারে কেরালার এই পেসার বলেন, বিসিসিআই একটি বেসরকারি সংস্থা। ওরা আমায় নির্বাসন দিয়েছে। অন্য দেশের হয়ে খেলতে আপত্তি নেই। যদিও এখনও এই বিষয়ে কোনও স্পষ্ট কিছু জানাননি তিনি।

হাইকোর্টের নির্দেশ শোনার পর সুপ্রিম কোর্টে আবেদন করার ইচ্ছা রয়েছে ৩৪ বছরের এই পেসারের।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশের পর 'নিজের অধিকারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন বলে টুইট করেন শ্রীশান্ত।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর