২১ অক্টোবর, ২০১৭ ১৮:৩৪

আর্জেন্টিনা দলে আগুয়েরো, নেই হিগুয়াইন

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা দলে আগুয়েরো, নেই হিগুয়াইন

ফাইল ছবি

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোকে দলে ডাকলেও বিবেচনা করেননি গঞ্জালো হিগুয়াইনকে।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মস্কো সফরে যাচ্ছে আর্জেন্টিনা। এরপর আরেকটি দলের সাথে সেখানে মুখোমুখি হবে, দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি। 

জুনে আর্জেন্টাইন দলের দায়িত্ব নেবার পরে জুভেন্টাস তারকা হিগুয়াইনকে বিবেচনা করেননি সাম্পাওলি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে হিগুয়েইন ৬৯ ম্যাচে ৩২টি গোল করেছেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানীর বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হিগুয়েইন মূল একাদশে ছিলেন। 

এ সম্পর্কে সাম্পওলি বলেছেন, বিশ্বকাপে আদৌ হিগুয়েইন যাবে কিনা এনিয়ে আমরা এখনো পর্যালোচনা করছি। 

এদিকে, সিটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আগুয়েরো। ৬ ম্যাচে এ পর্যন্ত করেছেন ৬ গোল। পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুটি বাছাইপর্বের ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে তিনি অনুপস্থিত ছিলেন। 

সাম্পাওলি ইঙ্গিত দিয়েছেন মেসি ও জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা একসঙ্গে খেলতে নামবেন। দিবালা এখনো দলের হয়ে কোনো গোল পাননি। শেষ দুটি ম্যাচে দিবালা বদলী বেঞ্চে ছিলেন।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো, নাহুয়েল গুসমান, আগুস্তিন মার্চেসিন।

ডিফেন্ডার: গাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকো ফাসিও, হাভিয়ের মাসচেরানো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি।

মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাতিয়াস ক্রানেভিত্তার, এভার বানেগা, মার্কোস আকুনিয়া, আলেহান্দ্রো গোমেস, দিয়েগো পেরোত্তি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়া ও মাউরো ইকার্দি।

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর