২২ অক্টোবর, ২০১৭ ১২:৪৩

মাঠে নামার আগেই কোহলিকে পরোক্ষ খোঁচা কিউই অধিনায়কের

অনলাইন ডেস্ক

মাঠে নামার আগেই কোহলিকে পরোক্ষ খোঁচা কিউই অধিনায়কের

ফাইল ছবি

তিনি একটু নরম ঘরনার অধিনায়ক। এভাবেই খোঁচাটা দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তবে তিনি শুরুতেই সেই 'নরম' ‌ বিশেষণের জন্য ‘‌দয়ালু চিন্তাশীল’‌ হিসাবে চিহ্নিত করলেন প্রশ্নকর্তাকে। 

তারপর ভারত অধিনায়ককে খোঁচাটা দিলেন একান্ত নিজস্ব ভঙ্গিমায়। জানালেন, ‘‌সবাই তো আর সফল অধিনায়ক হয় না। কেউ আক্রমণাত্মক শরীরী ভাষা নিয়ে দল পরিচালনা করে। কেউ ঠান্ডা মাথায়। সবুজ প্রাণবন্ত পিচ আমাদের দেশের অধিকাংশ মাঠে। এমন পিচে তিনটে স্লিপ, গালি রেখে, সত্যিকারের জোরে বোলারদের সামনে আক্রমণাত্মক শরীরী ভাষা, সব সময়, সব অধিনায়কের পক্ষে দেখানো সম্ভব হবে তো?‌‌’‌

থামতেই চাইছিলেন না উইলিয়ামসন। তিনি জানান, ‘আমরা জানি, ভারতে এসে ভারতকে হারানো কঠিন। সব দেশই নিজের দেশে ভাল খেলে। নিজের দেশে খেলার ব্যাপারে ভারত সত্যিই এক অপ্রতিরোধ্য দল। কোনও সন্দেহ নেই, বিরাট কোহলিরা, এ ব্যাপারে, কয়েক যোজন এগিয়ে আছে। তবু, পাশার ছক উল্টে দেওয়ার মতো ক্রিকেট খেলার চেষ্টা করব। ভারতের পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছি আমরা।’‌

একা ট্রেন্ট বোল্ট কি ভারতকে ভেঙে ফেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‌আমাদের দলটা কখনওই বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খেলতে নামে না। ভারমুক্ত মন নিয়ে, আনন্দের সঙ্গে ক্রিকেট খেলতে চাই আমরা। হয়তো, চ্যাম্পিয়নস ট্রফির পর আমরা আন্তর্জাতিক স্তরে বিশেষ ক্রিকেট খেলিনি। কিন্তু, দলটা দেখছি, বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে। কে আছে, কে নেই, এ ব্যাপারে বিশেষ চিন্তাভাবনা নেই শিবিরে।’‌

কোনও রাখঢাক না করেই উইলিয়ামসন জানিয়ে দিলেন যে রবিবার ওয়াংখেড়েতে তাদের হয়ে ইনিংস ওপেন করতে আসবেন মার্টিন গাপটিল এবং কলিন মুনরো। দু’‌জনেই নাকি শুরু থেকে দ্রুতগতিতে রান তোলার দিকে নজর দেবেন। মিডল অর্ডারে থাকবেন তিনি। রস টেলর এবং টম লাথাম।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর