২৩ অক্টোবর, ২০১৭ ০২:২০

‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত’

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত’

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে- দুই সংস্করণেই দলের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেটে বড় বিপদ সংকেত দেখছেন মাশরাফি বিন মুর্তজা। হতাশা টাইগার অধিনায়ক সতীর্থদের দিয়েছেন জেগে উঠার ডাক।

টেস্টে বাজে খেলায় হোয়াইওয়াশ হওয়ার পর প্রত্যাশা ছিল ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ম্যাচে ১০ উইকেট ও ১০৪ রানে হারের পর শেষ ওয়ানডেতে ২০০ রানে হার। সিরিজ শেষে মাশরাফি জানান, নিজেদের খেলায় ক্রিকেটাররা নিজেরাই সবচেয়ে হতাশ।

দলের এমন পারফরম্যান্সে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’

ম্যাশ বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদ সংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর