২৩ অক্টোবর, ২০১৭ ১২:২৬

তামিম-মুস্তাফিজের অনুপস্থিতি হারের কারণ হতে পারে না: মাশরাফি

অনলাইন ডেস্ক

তামিম-মুস্তাফিজের অনুপস্থিতি হারের কারণ হতে পারে না: মাশরাফি

দক্ষিণ আফ্রিকা সফরে অন্ধকার কাটিয়ে এখনও আলোর মুখ দেখতে পায়নি বাংলাদেশ। টেস্ট সিরিজ হারের পর তিনটি ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরই মধ্যে টাইগার একাদশে হানা দিয়েছে ইনজুরি। চলমান সফর থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।

তবে ওয়ানডে সিরিজ হারের কারণ হিসেবে কোনো অজুহাত দাঁড় করাতে চান না টাইগার অধিনায়ক মাশরাফি। তামিম ও মুস্তাফিজের কারণে বাংলাদেশ দলও ছন্নছাড়া পারফরম করলেও তাদের অনুপস্থিতিকে কারণ হিসেবে মানতে নারাজ তিনি। 

ম্যাশ বলেন, ‘মুস্তাফিজ ও তামিম আমাদের প্রধান অস্ত্র। তাদের না থাকাটা কষ্টকর। তবে এটা হারের কারণ হতে পারে না। বাকিরাও অনেক ভালো। তবে এই সিরিজে কেউই ভালো খেলতে পারেনি। সৌম্যের খারাপ সময় যাচ্ছে। সাকিব ভালো খেলছিল তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।’

প্রসঙ্গত, শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৬৯ রানের সামনে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

অন্যদিকে, ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে জয়ের আশা করছেন অধিনায়ক মাশরাফি। তার মতে, টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে টাইগাররা। এ ব্যাপারে ম্যাশ বললেন, ‘এই সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে সেগুলো কাজে লাগানো যাবে।’ 

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর