২৩ অক্টোবর, ২০১৭ ১৫:৩৯

২০০ ম্যাচ শেষে শচীনের চেয়ে কতটা এগিয়ে বিরাট!

অনলাইন ডেস্ক

২০০ ম্যাচ শেষে শচীনের চেয়ে কতটা এগিয়ে বিরাট!

ফাইল ছবি

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারেরর রেকর্ড ভাঙা বা মাইলস্টোন ছোঁয়ার মধ্যে আলাদাই কৃতিত্ব অনুভব করেন ক্রিকেটাররা। আর সেই আলাদা অনুভূতির দিকে ধীরে ধীরে বেশ ভালোভাবেই এগোচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কিউইদের বিপক্ষে নিজের ২০০ তম ম্যাচে শতক হাঁকিয়েছেন কোহলি। পরিসংখ্যানের নিরিখে এক নজরে দেখে নেওয়া যাক ২০০ তম ম্যাচ শেষে শচীনের থেকে কতটা এগিয়ে রয়েছেন বিরাট-

১। প্রথম ২০০ ম্যাচের পর শচীনের সর্বোচ্চ রান ছিল ১৪৩। আর কোহালির ১৮৩ রান।

২। এক্ষেত্রেও বিরাট ‘এগিয়ে’ রয়েছেন শ্চীনের থেকে। ২০০তম ম্যাচের পর বিরাট শূন্য রানে আউট হয়েছেন ১২ বার, শচীন সেখানে মাত্র ৮ বার।

৩। ২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও শচীনের থেকে এগিয়ে কোহালি। শচীনের ৮৫.৬১, কোহালির ৯১.৫৪।

৪। ২০০ ম্যাচের পর শ্চীনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ইতিমধ্যেই ৩১ টি শতরানের মালিক। অর্ধশতরানের দিক দিয়ে শচীনের ৪৩টি, আর বিরাটের ৪৫টি।

৫। ওয়ানডে ক্যারিয়ারে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে শচীনের মোট রান ছিল ৭৩০৫। কোহালির সেখানে রানসংখ্যা ৮৮৮৮।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর