২৩ অক্টোবর, ২০১৭ ১৭:৪২

উসমানের বোলিং তোপে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

উসমানের বোলিং তোপে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

ফাইল ছবি

হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের। অথচ শেষ ম্যাচে উসমান খানের বোলিং তোপে পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লঙ্কানরা।

এদিন, মাত্র ২১ বলেই লঙ্কানদের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা উসমান। যার মধ্যে দু'জনকে সরাসরি বোল্ড এবং তিনজনকে কোনো রানের খাতা খোলার আগে সাজঘরে পাঠিয়েছেন খাইবার পসতুনের এই পেসার।

দলীয় এক রানে লঙ্কানদের এক উইকেট পড়ার পর স্কোরবোর্ডে আরেকটি রান যোগ হতেই নেই আরেকটি উইকেট। এরপর আট রানে তৃতীয় ও চতুর্থ উইকেট তুলে নেওয়ার পর ২০ রানে লঙ্কানদের পঞ্চম উইকেট তুলে নেন উসমান। ৭ সপ্তম উইকেট জুটিতে সেকুজে প্রসন্নে ও থিসারা পেরেরার কল্যাণে সর্বনিম্ন রানে আউট হওয়ার হাত থেকে রক্ষা পায় উপুল থারাঙ্গার দল। তবে এদের দু'জনের একজনকে রানআউট এবং অন্যজনকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শাদাব খান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এর আগে সিরিজের প্রথম ৪টি ম্যাচেই পরাজিত হয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা লঙ্কানরা।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর