২৪ অক্টোবর, ২০১৭ ০৯:২৭

ফিফা’র বর্ষসেরা নারী কোচ সেরিনা

অনলাইন ডেস্ক

ফিফা’র বর্ষসেরা নারী কোচ সেরিনা

ফাইল ছবি

এ বছর ফিফা’র বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতলেন ইউরো কাপজয়ী নেদারল্যান্ডের কোচ সেরিনা উগম্যান। এই ক্যাটাগরিতে সেরিনার সঙ্গে দৌঁড়ে ছিলেন ফরাসি ক্লাব লিওনে’র কোচ জেরার্ড প্রেচর ও ডেনমার্কের নিলস নিয়েলসেন। অবশ্য এরা দু’জনই পুরুষ, নারী দলের কোচ হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 

সোমবার যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সেরা নারী কোচ হিসেবে সেরিনার নাম ঘোষণা হয়। তবে মঙ্গলবার নরওয়ের বিপক্ষে তার শিষ্যরা মাঠে নামবে বলে লন্ডনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ট্রফি নিতে পারেননি তিনি।

অবশ্য বিজয়ী করার পর এক ভিডিও বার্তায় এমন সম্মানের জন্য তিনি ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। 

সেরিনা বলেছেন, ‘নিঃসন্দেহে এটা আমার জন্য সম্মানের। আমার ধন্যবাদ গ্রহণ করবেন।’

বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর