শিরোনাম
১৭ নভেম্বর, ২০১৭ ০৯:৪৩

তবুও এই পিচই পছন্দ টিম ইন্ডিয়ার

অনলাইন ডেস্ক

তবুও এই পিচই পছন্দ টিম ইন্ডিয়ার

শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম দিনটা মোটেও ভালো ছিল না টিম ইন্ডিয়ার জন্য। মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। লঙ্কান পেসার সুরঙ্গ লাকমল মাত্র ৬ ওভার বল করে ৩ উইকেট তুলে নিয়েছেন। তবুও ইডেনের এই বাইশ গজই পছন্দ টিম কোহলির।

বৃহস্পতিবার প্রথম দিনের শেষ গত বছর ইডেনে নিউজিল্যান্ড টেস্টের স্মৃতি রোমন্থন করে টিম ইন্ডিয়ার সহকারি কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘এই ধরেনের পিচে খেলতে আমরা পছন্দ করি। দলের অধিকাংশ খেলোয়াড়ই এই ধরনের চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তবে দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে। গত বছর আমরা ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ধরনের পিচেই খেলেছিলাম। আমরা দারুণ খেলেছিলাম। এবার আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।’

বৈরী আবহাওয়ায় প্রথম দিন মাত্র ১১.৫ ভার খেলা হয়। এই সময়েই দলের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেছেন। ৬ ওভার বল করে কোন রান খরচ না করে তিনটি উইকেটই তুলে নেন লাকমল। দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ছাড়াও ক্যাপ্টেন কোহলিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ভারতীয় শিবিরে জোর ধাক্কা দিয়েছেন লাকমল। 

এ প্রসঙ্গে বাঙ্গার বলেন, ‘আজ ব্যাটিংয়ের অনুকূল পরিবেশ ছিল না। এই পরিবেশে ব্যাটিং করা যথেষ্ট চ্যালেঞ্জিং। মাত্র এক ঘণ্টার খেলায় বৃষ্টির জন্য দু’বার খেলা বন্ধ হয়েছে। ফলে ব্যাটসম্যানরা ছন্দে ফেরা কঠিন ছিল। তবে ম্যাচ যত গড়াবে আমরা ম্যাচে ফিরব। আশা করি চতুর্থ ও পঞ্চম দিনে এই পিচে খেলা সহজ হবে। পরের দিকে পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবে। আমাদের হাতেও ভালো পেসার এবং স্পিনার রয়েছে।’

ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৮) এবং জিঙ্ক রাহানে (০)।

বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর