১৭ নভেম্বর, ২০১৭ ১৩:০১

ব্যালন ডি’অর ও সন্তানের সংখ্যা সমান চান রোনালদো

অনলাইন ডেস্ক

ব্যালন ডি’অর ও সন্তানের সংখ্যা সমান চান রোনালদো

ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে শোভা পাচ্ছে চার চারটি ব্যালন ডি’অর ট্রফি। কাকতালীয়ভাবে সদ্য জন্মানো কন্যা সন্তানকে নিয়ে তার সংসারে ছেলে-মেয়ের সংখ্যাটাও চার। কিন্তু তাতেও ক্ষান্তি দিতে বিন্দুমাত্র রাজি নন পর্তুগিজ অধিনায়ক। জানিয়ে দিলেন, সাত সন্তান ও সমান ব্যালন ডি’অর জিতে তবেই শান্ত হবেন তিনি!

সম্প্রতি বল পায়ে গোলখরা যাচ্ছে রোনালদোর। লা লিগায় সাত ম্যাচে গোল মাত্র একটি। ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়েও চলছে গুঞ্জন। চারদিক থেকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর।

ফরাসী সংবাদমাধ্যম এল’কুইপেকে দেয়া সাক্ষাৎকারে সিআর সেভেনের দাবি সমালোচনাকে থোরাই কেয়ার করেন তিনি। বলেছেন, এসব সমালোচনা তাকে গোল করতে উদ্বুদ্ধ করে আরও বেশি করেই।

‘আপনারা আমাকে গোলমেশিন মনে করেন, যার কাজ সারাক্ষণ শুধু গোল আর গোল করা! আর আমি যদি তা করতে না পারি তাহলে আমার কোন মূল্যই থাকে না, যদি আমি গোল না করেও ভাল খেলি বা না খেলি। আমার মানদণ্ড ঠিক করা হয় কেবল গোল দিয়েই। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সবসময় গোল করাটাই কিন্তু সব নয়।’

‘আমি সমালোচনাকে সাদরেই গ্রহণ করি। তবে তাতে রাজি হতে আমি মোটেও ইচ্ছুক না। আর যে কারণেই এসব শোনা কিংবা পড়া থেকে নিজেকে বিরত রাখি। কিন্তু আমাকে এসবই বেশি করে শুনতে হয়। কারণ দুনিয়া তো আমি চালাই না।’

সামনের মাসেই বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের আসর। ইউরোপীয় ফুটবলবিশ্বের আকাশে-বাতাসে গুঞ্জন লিওনেল মেসিকে টপকে পঞ্চমবারের মত ইউরোপ সেরা হতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক। তবে এতেও শান্ত হওয়ার লক্ষণ নেই রোনালদোর, ‘আমি সাত সন্তান আর সমান ব্যালন ডি’অর জিততে চাই। যতদিন খেলবো ততদিনই পুরস্কার জিততে চাই। পঞ্চমবারের মত ইউরোপসেরা হওয়ার স্বপ্ন আমার, আর এরপর আরও জিততে চাই।’ 

বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর