২০ নভেম্বর, ২০১৭ ১৩:৪৬

অস্ট্রেলিয়া দলে উসাইন বোল্ট

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া দলে উসাইন বোল্ট

অস্ট্রেলিয়া দলে যোগ দিচ্ছেন বিশ্বখ্যাত ক্যারিবিয়ান দৌড়বিদ উসাইন বোল্ট। তবে খেলোয়াড় নন, অজি ক্রিকেটারদের রানিং বিটুইন দ্যা উইকেটস উন্নত করতে প্রশিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন তিনি।  

অবসরপ্রাপ্ত 'স্প্রিন্ট কিং' বোল্টের কাছে দুই উইকেটের মাঝে দৌড়নোর প্রশিক্ষণ নেবেন অজি ক্রিকেটাররা। ইংল্যান্ডের সঙ্গে অ্যাসেজ সিরিজেই চলবে এই প্রশিক্ষণ পর্ব।

জামাইকার ট্র্যাক সুপারস্টার উসেইন বোল্ট ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী এবং আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন। তার মতে ক্রিকেটারদের দৌড়নোর মধ্যে 'বিস্ফোরক' উৎপাদনের অভাব রয়েছে। তিনি বলেন, বিস্ফোরক উপাদান প্রথম প্রয়োজন। আর এরই অভাব ক্রিকেটে আমি লক্ষ্য করেছি। দুই উইকেটের মধ্যে দৌড়নোর শুরুটাই যদি যথেষ্ট জোরে না হয়, তাহলে সমস্যা। এটাই আমি ঠিক করার চেষ্টা করছি।

৩১ বছরের বোল্ট গত আগস্ট মাসে লন্ডনে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন। বর্তমানে ক্রিকেটারদের দৌড়ের গতি বৃদ্ধি নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তিনি। ব্রিসবেনে অ্যাসেজ সিরিজ শুরুর মুখে বোল্টের টিপস তাদের অনেক কাজে এসেছে বলে জানিয়েছেন অজি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকাম্ব।

বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর