২০ নভেম্বর, ২০১৭ ১৫:২২

সেঞ্চুরির হাফসেঞ্চুরি কোহলির

অনলাইন ডেস্ক

সেঞ্চুরির হাফসেঞ্চুরি কোহলির

ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছেন বিরাট কোহলি। টেস্ট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি সব ফরমেটেই দুর্দান্ত খেলে চলেছেন তিনি। আর তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেট সব ফরমেট মিলিয়ে পঞ্চাশতম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক গড়েন ভারতীয় অধিনায়ক।

ম্যাচের ৮৯তম ওভারের চতুর্থ বলে সুরাঙ্গা লাকমলকে ছক্কা হাঁকিয়ে গ্র্যান্ড স্টাইলে সেঞ্চুরির হাফসেঞ্চুরির অভিজাত ক্লাবে প্রবেশ করেন কোহলি। 

পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ৮৮.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৫২। লঙ্কানদের টার্গেট ২৩১। প্রথম ইনিংসে ভারতকে ১৭২ রানে অলআউট করে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান করে ১২২ রানের লিড নিয়েছিল সফরকারীরা।

এই তালিকায় কোহলির সামনে রয়েছেন সাতজন। ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার ও রিকি পন্টিং। ৭১টি শতক নিয়ে তৃতীয় স্থানে কুমার সাঙ্গাকারা। এর পরের অবস্থানে যথাক্রমে জ্যাক ক্যালিস (৬৩), হাশিম আমলা (৫৪), মাহেলা জয়াবর্ধনে (৫৪) ও ব্রায়ান লারা (৫৩)। দক্ষিণ আফ্রিকার আমলা ছাড়া সবাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন। 

বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর