২১ নভেম্বর, ২০১৭ ১০:১৯

মুশফিকেই হাথুরুসিংহের অস্বস্তি

অনলাইন ডেস্ক

মুশফিকেই হাথুরুসিংহের অস্বস্তি

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন কিছু বেফাঁস মন্তব্যের কারণে টেস্টে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়েও টানাটানি শুরু হয়। বিসিবি থেকে তাকে 'মিডিয়ার সঙ্গে কথা বলার বিষয়ে' সতর্কও করা হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জেতার পর নেয়া সিদ্ধান্ত কিংবা বাউন্ডারিতে মুশফিকুরের ফিল্ডিং যে তার নিজ সিদ্ধান্তে ছিল না তা জেনে যায় সবাই। এ নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহের ওপর মুশফিকও ক্ষোভ লুকাননি।

এদিকে, বিসিবি আশা ধরে রাখলেও হাথুরুসিংহে যে ফিরছেন না- সেটি স্পষ্ট। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি স্বীকার করেছেন মুশফিকুর রহিম এর সাথে হাথুরুসিংহের দ্বন্দ্বের কথা।

পাপন বলেন, অস্ট্রেলিয়া সিরিজের পরে চন্ডিকা হাথুরুসিংহে আমাদের বলেছে যে, মুশফিকের কিছু বক্তব্যে সে একটু অস্বস্তি বোধ করে। এই সিরিজেও (দক্ষিণ আফ্রিকা সফর) যেটা হয়েছে।

বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর