২২ নভেম্বর, ২০১৭ ১০:৩৩

এবার 'জাপানিজ মেসি'র জন্য বার্সার সঙ্গে যুদ্ধে নামছে পিএসজি

অনলাইন ডেস্ক

এবার 'জাপানিজ মেসি'র জন্য বার্সার সঙ্গে যুদ্ধে নামছে পিএসজি

রেকর্ডমূল্যে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে গেছে পিএসজি। এবার মেসিকেও বাগিয়ে নেয়ার পরিকল্পনা করছে দলটি। আর্জেন্টিনার লিওনেল মেসি নন। এই মেসি জাপানিজ। নাম তাকেফুসা কুবো হলেও ১৬ বছর বয়সী এ খেলোয়াড় পরিচিত 'জাপানিজ মেসি' হিসেবে।

একসময় তিনি বার্সেলোনাতেই খেলতেন। ফিফার আপত্তিতে এ ফুটবলারকে অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয় বার্সেলোনা। ২০১৫ সালের ঘটনা সেটি। দেশে ফিরে এফসি টোকিওর হয়ে খেলছেন কুবো। গত মাসে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে নজর কেড়েছে জাপানের তরুণ এ খেলোয়াড়। ১৮ বছর হলেই এই মেসির সঙ্গে পুনরায় চুক্তি করতে আগ্রহী বার্সেলোনা। এ নিয়ে তারা প্রস্তুতিও নিয়ে রেখেছে।

কিন্তু শুধুই কী বার্সেলোনা, ইউরোপের অন্যান্য ক্লাবগুলোও চায় 'জাপানিজ মেসি'কে দলে ভেড়াতে। পিএসজিও পিছিয়ে নেই। নেইমারকে নিয়ে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার জাপানিজ মেসিকেও দলে ভেড়াতে চায় দলটি। ফ্রান্স ফুটবলের বরাতে জানা গেছে পিএসজি কর্মকর্তারা এরই মধ্যে কুবোর প্রতিনিধিদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন। সূত্র : দ্য সান

বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর