২৩ নভেম্বর, ২০১৭ ২১:১১

দলের বাইরে থেকেই সতীর্থদের ভিডিও বার্তা স্টোকসের

অনলাইন ডেস্ক

দলের বাইরে থেকেই সতীর্থদের ভিডিও বার্তা স্টোকসের

ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস এই মুহূর্তে দলের অ্যাশেজ অভিযানে সামিল হতে পারেননি। নিতান্তই অক্রিকেটীয় কারণে৷ তবুও অ্যাশেজ সতীর্থদের ভিডিও বার্তা পাঠালেন স্টোকস। আজ বৃহস্পতিবার গাব্বায় ঐতিহাসিক অ্যাশেজ যুদ্ধে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। স্টোকস অবশ্য দলের বাইরে থেকেই সতীর্থদের উদ্দীপ্ত করার চেষ্টা করলেন। ব্রিসবেন টেস্ট শুরুর কিছুক্ষণ আগে ভিডিও বার্তায় শুভকামনা জানান রুটবাহিনীকে।

জানা যায়, ব্রিস্টলের রাস্তায় প্রকাশ্য সংঘর্ষে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে। এখনও পর্যন্ত চার্জশিট গঠন করা না-হলেও ইসিবি তাকে প্রাথমিকভাবে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হতে পারে। তারপর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেন ইংরেজ অল-রাউন্ডার। মনে করা হচ্ছে, অ্যাডিলেড টেস্টে মাঠে নামতে পারবেন স্টোকস। 

বিডি প্রতিদিন/এ মজুমদার
 

সর্বশেষ খবর