২৪ নভেম্বর, ২০১৭ ০৪:১৪

ঘরোয়া ক্রিকেটে শচীন-পুত্র অর্জুনের তাণ্ডব

অনলাইন ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে শচীন-পুত্র অর্জুনের তাণ্ডব

ফাইল ছবি

মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাবার। তবে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ল শচীন টেণ্ডুলকরের ছেলে অর্জুন। বৃহস্পতিবার অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট  নিল অর্জুন। দুই ইনিংসে মিলিয়ে ম্যাচে ছয়টি উইকেট পেয়েছে শচীন-পুত্র।

ক্রিকেট বিশ্বে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকর। তবে শচীনের ছেলে অর্জুন বোলার। বাঁ হাতে পেস বোলিংটা যে সে খুব একটা মন্দ করে না, সেকথা এখন সকলেই জানেন। বৃহস্পতিবার অর্জুনের দুরন্ত বোলিংয়ের সাক্ষী থাকল মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স। 

এই মাঠেই অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করে ৯৫ রান দিয়ে পাঁচ উইকেট নিল মুম্বাইয়ের পেসার অর্জুন। মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে একটি উইকেট পেয়েছিল সে। সবমিলিয়ে ম্যাচে ছয়টি উইকেট। তবে নিজে দুরন্ত বোলিং করলেও, দলকে জেতাতে পারেনি অর্জুন। মুম্বাই ও মধ্যপ্রদেশের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

 

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর