শিরোনাম
২৪ নভেম্বর, ২০১৭ ০৯:১০

তিন`শ পেরুতেই শেষ ইংল্যান্ডের ইনিংস

অনলাইন ডেস্ক

তিন`শ পেরুতেই শেষ ইংল্যান্ডের ইনিংস

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ১৯৬ রান করে। ভালো একটা অবস্থানে থেকে দিন শেষ করার পরেও দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ দিকে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায় বোলাররা। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩০২ রানেই গুটিয়ে দেয় তারা। 

প্রথম দিন চার উইকেট হারিয়ে ১৯৬ করা সফরকারী ইংলিশরা দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নামে। যেখানে বাকি ছয় উইকেটে ১০৬ রান করতে সমর্থ হয় জো রুটের দল।

২৮ রানে প্রথম দিন মাঠ ছাড়া মালান ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন। ৫৬ রান করে তিনি মিচেল স্টার্কের বলে বিদায় নেন। পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়া মঈন আলী ৩৮ রানে নাথান লিওনের বলে এলবির ফাঁদে পড়েন।

এদের বিদায়ের পর ম্যাচে ফেরে অজি বোলাররা। শেষ দিকে স্টুয়ার্ট ব্রড ও জ্যাক বলের ছোট দুটি চেষ্টায় ৩’শ রানের কোটা পার করে ইংল্যান্ড। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি উইকেট তুলে নেন স্পিনার লিওন। আর ইংলিশ ইনিংসের শেষ উইকেটটি নেন জস হ্যাজেলউড।

বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর