২৪ নভেম্বর, ২০১৭ ২১:৫৯

অতিরিক্ত ক্রিকেট নিয়ে সৌরভকে পাশে পেলেন বিরাট

অনলাইন ডেস্ক

অতিরিক্ত ক্রিকেট নিয়ে সৌরভকে পাশে পেলেন বিরাট

ফাইল ছবি

অতিরিক্ত ক্রিকেট নিয়ে সোচ্চার হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার তার পাশে দাঁড়ালেন ভারতের সাবেক ও অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভের কথায়, ‘‌অতিরিক্ত ক্রিকেট নিয়ে বিরাটের বক্তব্যকে সমর্থন করছি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির সুযোগ পেলে ভাল হত।’‌ 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজ শেষ হবে ২৪ ডিসেম্বর। দু’‌দিন পরেই ভারত উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলেই ৫ জানুয়ারি টেস্ট খেলতে নামবে হবে বিরাট বাহিনীকে। সেখানে সত্যিই বিশ্রামের সুযোগ নেই।

একদিনের ক্রিকেটে ৪৯ শতরান রয়েছে শচীনের। বিরাট ইতিমধ্যেই ৩২ টি করে ফেলেছেন। সৌরভের কথায়, ‘‌মাত্র ৯ বছরেই ৩২ শতরান করে ফেলেছে বিরাট। ওকে সুস্থ থাকতে হবে। কারণ বয়স যত বাড়বে, কাজটা ততই কঠিন হবে বিরাটের ক্ষেত্রে। এখন প্রচুর ক্রিকেট খেলা হয়। তাই শচীনের ৪৯ শতরানের রেকর্ড ভেঙে দিতেই পারে বিরাট।’‌ 

শচীন-বিরাটের মধ্যে সেরা কে এমন প্রশ্নের‌ জবাবে সৌরভ বলেন, ‘‌এভাবে তুলনা হয় না। দু’‌জন দুই প্রজন্মের। শচীনকে খুব কাছ থেকে দেখেছি। অবিশ্বাস্য ক্রিকেটার। বিরাট আবার শচীনের চেয়ে বেশি আক্রমণাত্মক। অধিনায়ক হিসেবেও অনেক বেশি আগ্রাসী।’


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর