২৫ নভেম্বর, ২০১৭ ১২:৪৭

'চিরশত্রু' ইসরায়েলকে পেছনে ফেললো ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

'চিরশত্রু' ইসরায়েলকে পেছনে ফেললো ফিলিস্তিন

ফিলিস্তিন ফুটবল দল

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ফিলিস্তিনের মাটিতে জন্ম পশ্চিমাদের মদদপুষ্ট ইসরায়েল প্রায় ফিলিস্তিনিদের ওপর হামলা-নির্যাতন চালিয়ে আসছে। তবে অস্ত্র দিয়ে শক্তি প্রয়োগে চিরশত্রুদের পরাজিত করতে না পারলেও একদিন থেকে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ফিফার সর্বশেষ ফুটবল র‌্যাঙ্কিংংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। একই সঙ্গে প্রথমবারের মতো ‘চিরশত্রু’ ইসরায়েলকে টপকে গেছে দলটি।

সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচ জেতার সুবাদে সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠে এসেছে ফিলিস্তিন। একে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত দেশটির ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ৯৮তম স্থানে নেমে গেছে  ইসরায়েল। 

১৯৯৮ সালে ফিফার সদস্যপদ পাওা ফিলিস্তিন বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চল থেকে অংশ নেয়। অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে ইসরায়েল।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর