২৫ নভেম্বর, ২০১৭ ১৪:৩২

নাগপুরে শ্রীলঙ্কাকে চাপে ফেলার পথে ভারত

অনলাইন ডেস্ক

নাগপুরে শ্রীলঙ্কাকে চাপে ফেলার পথে ভারত

সংগৃহীত ছবি

জামথায় সিরিজের দ্বিতীয় টেস্টে অশ্বিন-জাদেজার দাপটে ২০৫ রানেই শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ভারতের লক্ষ্য বড় রান তুলে চান্ডিমালদের চাপে ফেলে দেওয়া। 

তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। লোকেশ রাহুল (‌৭)‌ রান করে বোল্ড হয়ে যান। দ্বিতীয় দিন সকালে বল দেখে খেলার চেষ্টা করে যাচ্ছেন পুজারা ও মুরালি বিজয়। দু’‌জনেই পরিস্থিতি অনেকটা সামলে নিয়েছেন। দ্বিতীয় দিন প্রথম দু’‌ঘণ্টায় আর একটিও উইকেট হারায়নি ভারত। বোর্ডে উঠে গেছে ৯৭ রান। 

মুরলি বিজয় (‌৫৬)‌ অর্ধশতরান করে ফেলেছেন। তিনি মেরেছেন ৬টি চার। পুজারা অপরাজিত রয়েছেন ৩৩ রানে। তার ইনিংসে রয়েছে ৫টি চার। ভারত এখনও ১০৮ রানে পিছিয়ে রয়েছে। বিরাটদের প্রাথমিক লক্ষ্য শ্রীলঙ্কার রানকে টপকে যাওয়া।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর